Thursday, January 14, 2021

মধু মাখানা কি ? এর উপকার কি ?

 মধু মাখানা  কি ? এর উপকার কি ?

প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর এই সুস্বাদু মধু মাখানা ,

১. কাজুবাদাম
২. কাঠবাদাম
৩. খুরমা খেজুর
৪. কিসমিস
৫. গোমরী
৬. তিল
৭. ও মধু

এ ৭ টি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে পুষ্টিকর খাবার মধু মাখানা
সকাল সন্ধ্যা ১-২ চামচ মধু মাখানা খেলে শরিরে প্রচুর পরিমান প্রোটিন যোগ হয়ে থাকে।


মধু মাখানা নিয়মিত খাবার মাধ্যমে আল্লাহতালা আপনাকে যে সকল সুস্থতার নেয়ামত দান করবেন
#রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
#যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু- মাখানা অত্যন্ত ফলদায়ক।
#শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়।
#এবং আপনার বাচ্চার মেধা শক্তি যোগাতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।
তবে মনে রাখবেন আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই খাদ্যের গুণের তুলনা হয়না,
জানিনা কতটুকু সত্য বলতে পেরেছি । তবে কথা দিলাম আল্লাহর রহমতে ডাইটেশিয়ান, নিউট্রিশিয়ান বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের অগণিত পুস্তক ও পরামর্শ দ্বারা উন্মেচিত ও প্রমাণিত।
আশাকরি প্রতিপালক মহান স্রষ্টা আপনাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এবং ভালো রাখবেন ইনশাআল্লাহ
আমাদের ঠিকানা
বরিশাল সদর বরিশাল
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01739674720
দামও হাতের নাগালে ৩৭০টাকা

No comments:

Post a Comment

মধু মাখানা কি ? এর উপকার কি ?

 মধু মাখানা  কি ? এর উপকার কি ? প্রচুর ভিটামিন ও মিনারেলে ভরপুর এই সুস্বাদু মধু মাখানা , ১. কাজুবাদাম ২. কাঠবাদাম ৩. খুরমা খেজুর ৪. কিসমিস ৫...